নিজের মূল্য
একটা মানুষ কখনোই সারা দিনরাতের মধ্যে 24 ঘণ্টায় ব্যস্ত থাকতে পারে না। তুমি তোমার মূল্যবান সময় নষ্ট তাকে সমানে ঘণ্টায় ঘণ্টায় ফোন করেই যাচ্ছো, তার একটু খানি খোঁজ নেওয়ার জন্য, তার গলার স্বর শোনার জন্য, বা সে কেমন আছে জানার জন্য! আর সে সেটা কিছু মনেই করছে না, এদিকে কখনও কখনও তার ফোন ব্যস্তও পাচ্ছো। মানে সে অন্য সবাইকেই সময় দিতে পারছে, শুধু তোমাকেই সময় দিতে পারছে না। আরে, এতো ফোন করার পরও যে ফোন তোলে না, তার খবর কেন নিতে চাইছো? তোমার যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, আর অন্য কেউ যদি সেটা জানাতে তাকে ফোন করে, তবুও সে ফোন তুলবে না। তুমি মরে গেলে হয়তো সে জানতেও পারবে না। তার কাছে তোমার গুরুত্ব কতখানি! সেটা কী তুমি বুঝতে পারছ না? যে তোমাকে কোনরকম গুরুত্ব দেয় না, তুমি তাকেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছ কেন? তোমার মধ্যে কী খারাপ লাগা বোধ নেই? আত্মসম্মান বোধ নেই?
আমি বলি কী, তুমি আর এই সম্পর্কটা নিয়ে এগিয়ে যেতে চেয়ো না। আরে, ভালো যদি সেও বাসতো, তবে কথা বলার জন্য সময় সেও বের করত। সারাদিন সে সবকিছুই নিয়ম মত করছে, শুধু তোমাকেই সময় দিতে পারছে না?
যদি সত্যিই কথা বলার ইচ্ছা থাকতো তার, তবে সে সারাদিন সময় না পেলেও, রাতের ঘুম নষ্ট করেও তোমাকে কিছুটা সময় সে দিত।
তুমি একা এই সম্পর্ক নিয়ে যত এগিয়ে নিয়ে যাবে, তার দোষ ঢাকা দিয়ে যত বেশি তাকে নিয়ে ভাববে, একটা সময় ওখান থেকে ফিরে আসতে ততো ভেঙ্গে পড়বে।
নিজে নিজের মূল্যটা আগে ভালো করে বোঝো, নাহলে কেউ তোমাকে মূল্য দেওয়া তো দূরের কথা, মূল্যায়নই করবে না।
✍️ #SarifaKhatun #সরিফা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন