জীবনের সিদ্ধান্ত
জীবনের প্রতিটা সিদ্ধান্ত ভীষন গুরুত্বপূর্ণ।
তাই তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নাও। একমাত্র তুমিই তোমাকে সবথেকে ভালো করে চেনো, তুমিই জানো তোমার জন্য কোনটা সঠিক, তোমার কোনো আত্মীয়ই জানে না তোমার কি পছন্দ, কি পছন্দ নয়! তাহলে সেই আত্মীয়রা তোমার জীবনে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কি করে বুঝবে?
তোমার জীবনের সিদ্ধান্ত অন্য কাউকে নিতে দিলে সে তোমার জীবন নষ্ট করেই ছাড়বে। আজকে অন্যের কথায় তুমি যদি একটা ভুল সিদ্ধান্ত নাও, শুধুমাত্র সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। কাল দেখবে সে তোমাকে শুধু দয়া করেছে। যতক্ষণ হাত পা আছে, তোমার মধ্যে বিচার ক্ষমতা আছে, ততক্ষণ তোমার যা পছন্দ নয়, তা তুমি অন্যের কথায় মুখ বুজে মেনে নিও না। কাল যদি তোমার জীবনে অশান্তি নেমে আসে, তখন দেখবে যাদের কথা শুনে তুমি জীবনের সিদ্ধান্ত নিয়েছিলে, তারা কয়েকদিন তোমাকে sympathy দেখাবে, তারপর তোমার পাশ থেকে ধীরে ধীরে সরে যাবে। বিপদের সময় যদি সেই মানুষ সরে যায়, তাহলে বিপদ নামার আগেই সরিয়ে দাও, তাতে অন্তত তোমার মধ্যে শক্তি সঞ্চয় হবে একা লড়ার। তোমার ভয় মধ্যে থাকবে না, মাঝরাস্তায় কেউ তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে কি আসবে না সে বিষয়ে চিন্তা থাকবে না। কারণ, তুমি জানো তুমি একা। আর, হ্যাঁ কাছের মানুষ চিনতে হলে নিজেকে সবথেকে গরীব বানিয়ে রাখো তাদের কাছে, আর দেখো তাদের ভিতরের রূপ।
কেউ কারোর নয়। শুধু তুমিই তোমার।
✍️Sarifa Khatun (সরিফা)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন